Site icon Jamuna Television

গ্রেফতার দেখানো হলো লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৪ জনকে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ব্যাপক উত্তেজনার ঘটনায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৪ জনকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আটক করা হয়েছে। পরে তাদের ডিবি হেফাজতে নেয়া হয়। রাতে তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার (২৯ আগস্ট) আদালতে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) এবং সাংবাদিক মঞ্জুরুল আলমও রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকীসহ অন্যদের হেফাজতে নেয় পুলিশ। তারা সেখানে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোলটেবিল অনুষ্ঠানে যোগ দেন। পরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে লতিফ সিদ্দিকীর ওপর চড়াও হয় একদল লোক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকেসহ অন্যদের হেফাজতে নেয়।

/এএম

Exit mobile version