হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতা, অংশ নিলেন ২ হাজার দৌড়বিদ

|

অনুষ্ঠিত হলো দৌঁড় প্রতিযোগিতা ‘রানরাইজ নেশন ফিফটিন-কে ২০২৫’। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর হাতিরঝিলে দৌঁড়ে অংশ নেন প্রায় ২ হাজার দৌড়বিদ।

তিন ক্যাটাগরিতে দৌঁড়ান বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। গরমকে উপেক্ষা করে দৌঁড় শেষ করে মেডেল জেতেন অংশগ্রহণকারীরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌঁড়ের প্রয়োজনীয়তার কথা বলেন তারা।

আয়োজকরা জানান, এটিই তাদের প্রথম মেগা ইভেন্ট। সফলভাবে সম্পন্ন করায় তারা খুশি। তবে সামনের দিনেও এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‘রানরাইজ নেশন ফিফটিন-কে ২০২৫’ দৌঁড় প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply