Site icon Jamuna Television

পটুয়াখালীতে অর্ধলক্ষাধিক নকল সিগারেট জব্দ

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। একইসাথে শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামের এক ব্যবসায়ীকেও আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান প্রেস‌ বি‌ফ্রিং‌য়ে এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অ‌ভিযান চালায়। এসময় পৌরসভার পেয়ারাবাগান এলাকা থে‌কে ৬টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় এসে জব্দ সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

ও‌সি আশাদুর রহমান জানান, জব্দ সিগারেটগুলোর গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ডরোল নকল হওয়ার সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছিল।

পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

/এমএইচ

Exit mobile version