Site icon Jamuna Television

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচনে কোনো ধানাই-পানাই হবে না। এটা কমিশনের চ্যালেঞ্জ যা পাশ কাটানোর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে ভোটার সংখ্যা। জানান, প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছে।

অন্যান্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই। নির্বাচনে কৃচ্ছতা নয়; মিতব্যয়ী হবার কথা বলেছেন তারা।

/এমএইচআর

Exit mobile version