Site icon Jamuna Television

যথাসময়ে ইসি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে— ডা. জাহিদের আশা প্রকাশ

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) যথাসময়ে তফসিল ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে ফিজিওথেরাপিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচিত কমিটির নেতার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন।

এসময় জাহিদ হোসেন বলেন, জনগণের চাহিদা অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দেশের মানুষের যে চাহিদা, তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে এর মাধ্যম হলো নির্বাচন; তাদের ভোটাধিকার।

দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে দেশ গড়ার দায়িত্ব দিবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা।

/এমএইচআর

Exit mobile version