Site icon Jamuna Television

জয়ের পর নেতাকর্মীদের সংযত থাকতে বললেন ওবায়দুল কাদের

অতীতের কোন ভুল হয়ে থাকলে, সেটা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করবে আওয়ামী লীগ। নোয়াখালিতে বিজয় ভাষণে এমন আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি আরও বলেন, রাতারাতি কোন সমস্যার সমাধাণ হয় না। নতুন বছরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রতিষ্ঠা করবে সর্বস্তরের সুশাসন।

বিজয়ের পর নিজের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ বিজয়ে উল্লাস প্রকাশ বা কোন বাড়াবাড়ি না করে সবাইকে সংযত থাকতে হবে।

নিজে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেসব অক্ষরে-অক্ষরে পালন করবেন। প্রতিপক্ষের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধ না নিয়ে, উন্নয়নের রাজনীতি করার প্রতিজ্ঞা করেন তিনি।

Exit mobile version