Site icon Jamuna Television

পিরোজপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু (৫০) ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত ঝন্টু ভিটাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে এবং তিনি স্থানীয় এক প্রবাসীর ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেজাউল করিম ঝন্টুর সাথে একই এলাকার মজিবুর রহমান এর ছেলে রুবেলের সাথে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায় রুবেল (৩৫) ঝন্টুর বুকে প্রথমে আঘাত করে। ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে সেখানে গিয়েই রুবেল ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, একটি চুরির ঘটনা নিয়ে রুবেলের সাথে ঝগড়া হয় ঝন্টুর। তখন রুবেল দেখে নেওয়ার হুমকি দেয় ঝন্টুকে। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

/এএস

Exit mobile version