Site icon Jamuna Television

কমালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্য জো বাইডেনের আমলে নির্ধারিত সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করেছেন। হ্যারিসের এক উপদেষ্টার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আইন অনুযায়ী, জানুয়ারিতে পদত্যাগের পর হ্যারিস ছয় মাসের জন্য অতিরিক্ত নিরাপত্তা পাওয়ার অধিকারী ছিলেন, যা জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল। তবে তার সাবেক বস জো বাইডেন একটি নির্বাহী আদেশে সেই সুরক্ষা আরও এক বছরের জন্য বাড়িয়েছিলেন। কিন্তু ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক মেমোতে সাক্ষর করে সেটি বাতিল করেন।

প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে হ্যারিসের জন্য ‘আইনে নির্ধারিত মেয়াদের বাইরে পূর্বে অনুমোদিত কোনো নিরাপত্তা ব্যবস্থা আর কার্যকর থাকবে না।’

/এআই

Exit mobile version