ইন্দোনেশিয়ায় রাইড-শেয়ার অ্যাপের চালক নিহতের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ

|

ইন্দোনেশিয়ায় এক বিক্ষোভ চলাকালে রাইড-শেয়ার অ্যাপের এক চালক নিহত হওয়ার পর দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

প্রথমদিকে বিক্ষোভকারীরা রাস্তায় নামে কর্মসংস্থানের অভাব, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং সংসদ সদস্যদের জন্য নতুন আবাসন ভাতার প্রতিবাদে—যা জাকার্তার ন্যূনতম মজুরির চেয়ে ১০ গুণ বেশি।

বিক্ষোভ আরও বেড়ে যায় স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে, যখন ২১ বছর বয়সী এক মোটরসাইকেল রাইড-শেয়ার চালক পুলিশের গাড়িচাপায় মারা যান।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোটরসাইকেল রাইড-শেয়ার চালক নিহতের পর রাজধানী জাকার্তায় বিক্ষোভ প্রথমে শুরু হলেও দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। রাইড-শেয়ার চালকদের সংগঠন দাবি করেছে, নিহত চালককে উদ্দেশ্যমূলকভাবে হামলা করে হত্যা করা হয়েছে।

প্রতিবাদকারীরা সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে। এ ছাড়া তারা চালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কাজের পরিবেশ উন্নয়নের দাবিও তুলেছে।

এ ঘটনার জেরে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply