জাপার কাঁধের ওপর ভর করে ফিরে আসার চেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: রাশেদ খান

|

জাপার কাঁধের ওপর ভর করে ফিরে আসার চেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন

পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাপার নেতা–কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টা উত্তেজনা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের দাবি, হঠাৎ করেই জাপার কার্যালয় থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply