Site icon Jamuna Television

নির্বাচিত বিনোদন তারকারা

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন সংস্কৃতি ও বিনোদন জগতের তিন জন তারকা প্রার্থী। নির্বাচিত তিন জন তারকাই আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন নিজ নিজ আসনে।

নির্বাচিত তারকাদের মধ্যে রয়েছেন বাকের ভাইখ্যাত জনপ্রিয় অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি তৃতীয়বারের নীলফামারী-২ আসনে এক লাখ ৭৭ হাজার ৬৫৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মন্টু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি ভোট।

মানিকগঞ্জে-২ আসনে ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ পেয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জি. মাঈনুল ইসলাম খান শান্ত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ০৩৪টি ভোট।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১৭ আসনে ১ লক্ষ ৬৪ হাজার ৬১০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৭ হাজার ৬৩৯টি ভোট।

Exit mobile version