ভোলায় বাসার সামনে থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

|

ভোলায় সদর উপজেলায় নিজ বাসার সামনে থেকে সাইফুল্লাহ আরিফ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে পৌর ৩ নম্বর ওয়ার্ডের মসজিদ-ই-নববী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল্লাহ আরিফ ভোলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের পরিবার জানায়, গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতেই ছিলেন আরিফ। আজ সকালে নামাজ পড়তে বের হওয়ার সময় ঘরের সামনে তার মরদেহ দেখতে পায় তারা।

পুলিশ জানায়, সাইফুল্লাহ আরিফের মরদেহে আঘাতের চিন্হ রয়েছে। ভারী কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply