Site icon Jamuna Television

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ 

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। 

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, শনিবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা আরও ৩টি বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসগুলোর ২৫ জন যাত্রী আহত হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

/আরএইচ 

Exit mobile version