Site icon Jamuna Television

ইসরায়েলি জাহাজের যাত্রা আটকে দিয়েছে গ্রীসের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা

গ্রীসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা একটি ইসরায়েলি ক্রুজ জাহাজের যাত্রা আটকে দিয়েছে। বিক্ষোভকারীরা জাহাজটি প্যালেস্টিনার প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ জানাচ্ছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করছিল।

এ ঘটনার ফলে জাহাজটির যাত্রা বিলম্বিত হয় এবং এ নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে, তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। দেশটিতে ফিলিস্তিনের গাজায় অনাহারে থাকা মানুষের প্রতি সমর্থন এবং ইসরায়েলের প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version