মোসাদের সঙ্গে যুক্ত ৮ গুপ্তচরকে আটক করেছে ইরান

|

ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) শনিবার (৩০ আগস্ট) জানিয়েছে, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিজগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য ইসরায়েলের মোসাদ গুপ্তচর সংস্থার কাছে সরবরাহ করছিলো।

এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তিরা গত জুন মাসে ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সময় মোসাদকে তথ্য প্রদান করেছে। বিশেষকরে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তথ্য এবং শীর্ষ সামরিক কমান্ডার সঠিক অবস্থানের গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলকে দিয়েছে।

উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় মিডিয়া চলতি মাসের শুরুর দিকে রিপোর্ট করেছে যে, ইরানি পুলিশ ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সূত্র: জেরুজালেম পোস্ট, আল জাজিরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply