নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দীর্ঘ ১৩ বছর পর এটিই হবে দু’দলের সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা মোহাম্মদ নাইম, মেহেদী হাসান মিরাজ এই সিরিজের স্কোয়াডেই নেই। পারভেজ হোসেন ইমন টপঅর্ডারে জায়গা ফিরে পেয়েছেন। দীর্ঘদিন পর দলে ঢুকেছেন সাইফ হাসান। ২০২১ সালে অভিষেকের পর সবশেষ টি-টোয়েন্টি তিনি খেলেছিলেন প্রায় দুই বছর আগে।
একাদশ থেকে বাদ পড়েছেন শামিম হোসেন পাটোয়ারি, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় ঢুকেছেন তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। হৃদয় পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকলেও শেষ ম্যাচে খেলেননি।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডোড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, ড্যানিয়েল ডোরাম
/এমএইচ

