Site icon Jamuna Television

গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়ি থেকে কষ্টি পাথর সদৃশ মূর্তি উদ্ধার

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে ভাংরি ব্যবসায়ী রেজাউল করিমের বাড়ি থেকে কষ্টি পাথর সদৃশ প্রায় ৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেজাউল করিম বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, রেজাউল করিম দীর্ঘদিন ধরে ভাংরি ব্যবসার আড়ালে চোরাই কষ্টি পাথরের ব্যবসা করে আসছেন। তিনি আন্তর্জাতিক কষ্টি পাথর চোরাচালান চক্রের সদস্য। গত সপ্তাহে মূর্তির টাকা ভাগাভাগি নিয়ে ওই চক্রের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে তাদের কারও মাধ্যমে বিষয়টি পুলিশের কাছে পৌছে যায়।

অপরদিকে, কষ্টি পাথর সদৃশ মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পরই এর প্রকৃত মান ও গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version