Site icon Jamuna Television

ডাকসু ও হল সংসদ নির্বাচনে নতুন সিদ্ধান্ত

ফাইল ছবি

ডাকসু ও হল সংসদ নির্বাচনে বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আর ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

শনিবার (৩০ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলো হচ্ছে।পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হলো।

বিজ্ঞপিতে আরও উল্লেখ করা হয়, ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) নির্ধারণ করা হলো। বিকেল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের লাইনে যারা থাকবে তারা সবাই ভোট দিতে পারবে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এএস

Exit mobile version