Site icon Jamuna Television

বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নেদারল্যান্ডস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেননি ডাচরা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় সন্ধ্যা ৬টায়। ম্যাচের শুরুতেই শরিফুল ইসলামকে এক ওভারে তিন চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ডাচদের উড়ন্ত শুরু এনে দেয়ার চেষ্টা করেছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডোড।

তবে তাসকিন বোলিংয়ে এসে তাকে থামিয়ে দেন। ঠিকঠাক সংযোগ না করতে পেরে জাকের আলীর ক্যাচ হয়ে ফেরেন ১৫ বলে ২৩ রান করা এই ব্যাটার। অন্য ওপেনার বিক্রমজিত সিং (৪) তেড়েফুঁড়ে খেলতে গিয়ে তাসকিনের বলেই বাউন্ডারিতে ইমনের ক্যাচ হয়েছেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৮ রানের জুটি ভাঙেন প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি একাদশে ফেরা সাইফ হাসান। দশম ওভারে লিটন তার হাতে বল তুলে দিতেই এডওয়ার্ডস (১২) এবং নিদামানুরুকে (২৬) সাজঘরের পথ দেখান তিনি।

সাইফের জোড়া শিকারের পর আর ব্যাট হাতে পথ খুঁজে পায়নি ডাচরা। নিজের কোটার শেষ দুই ওভারে আরও ২ উইকেট ঝুলিতে ভড়েন তিনি। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে বল হাতে বাংলাদেশের নায়ক বনে যান সাইফ। একটি উইকেট শিকার করেছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান।

/এমএইচ

Exit mobile version