Site icon Jamuna Television

কক্সবাজারে নদীতে বর্জ্য ফেলা হোটেলগুলো বন্ধের নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

কক্সবাজারে কোনো হোটেলের বিরুদ্ধে নদী বা পরিবেশদূষণের অভিযোগ উঠলে শুধু জরিমানা না করে, তা বন্ধ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক ‘বিশেষ সমন্বয় সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নির্দেশনার কথা জানান তিনি।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ময়লা ফেলার কারণে প্রতিনিয়ত নদী দূষণ ও পরিবেশ নষ্ট হচ্ছে। হোটেলগুলোতে পরিবেশ অধিদফতর বছরের পর বছর লাখ লাখ টাকা জরিমানা করে আসলেও আবর্জনা ফেলা বন্ধ হয়নি। এ সময়, জরিমানা না করে অভিযুক্ত হোটেলগুলো একেবারে বন্ধ করে দিতে হবে বলে জানান তিনি। সেইসাথে প্রথমে নদী দখলমুক্ত করে, পরে দূষণমুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

/এএইচএম

Exit mobile version