আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিলে জাতীয় পার্টি অনেক আসন পাবে এমন আশঙ্কা থেকেই বার বার জাতীয় পার্টির ওপর হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মোস্তফা বলেন, রংপুরে হামলার চেষ্টা করা হলে সবাই মিলে তা প্রতিহত করা হবে। এছাড়া বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে স্বাধীনতাবিরোধী শক্তি সক্রিয় হয়েছে। এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এএইচএম

