Site icon Jamuna Television

‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ কর্মকর্তাদের আল্টিমেটাম

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ আল্টিমেটাম দিয়েছেন নির্বাচন কমিশনের উপজেলাও থানা নির্বাচন কর্মকর্তারা। 

শনিবার (৩০ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সর্বসম্মতিক্রমে ইসির জন্য পৃথক সার্ভিস গঠনের দাবি উত্থাপন করা হয়।

সেখানে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন করতে হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন সত্ত্বেও ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিষয়টি বিলম্বিত হওয়ায় বক্তারা নিন্দা জানান। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করা ব্যতিরেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।

/এএস

Exit mobile version