Site icon Jamuna Television

নাটোরে আ. লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবলু গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন।

ওসি সারওয়ার হোসেন জানান, ৫ আগস্টের পর দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলাই রয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বাবলু বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা যায়।

/এএইচএম

Exit mobile version