Site icon Jamuna Television

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

বাংলাদেশে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিদেশী পর্যবেক্ষকদের উপস্থিতিতে ইলেকশন মনিটরিং ফোরাম নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরে।

কোনো কেন্দ্রে গোলযোগ না পাওয়া গেলেও সব প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি বলে জানায় পর্যবেক্ষক সংস্থাটি।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, দেশের আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক ছিলো। তবে যে কয়েকটি কেন্দ্রে গোলযোগ হয়েছে তা বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে স্বাভাবিক বলে মনে করে সংস্থাটি।

এছাড়াও নির্বাচনের সময়ে ইএমফ এর হিসেবে ১৮ জন মানুষের প্রাণ যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে কানাডা, ভারত, শ্রিলংকা ও নেপালের পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version