Site icon Jamuna Television

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক

মিসরের রাজধানী কায়রো যাওয়ার পথে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছে ৩ জন। এতে আহত হয়েছেন শতাধিক।

শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় লাইনচ্যুত হয় ‘মারসা মাতরুহ’ নামের ট্রেনটির সাতটি বগি।

কর্মকর্তারা জানান, দুটি বগি উল্টে যায়। সাহারা মরুভূমির পাশেই ফোকা ও জলাল স্টেশনের মাঝের রেলপথে হয় এ দুর্ঘটনা।

তবে এমন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

/এমএইচ

Exit mobile version