Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন: ৮ ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বেড়ে ৭১০

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ৮ ভোটকেন্দ্রে ২১০টি বুথ বাড়িয়েছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোতে বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের দিন বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা সবাই ভোট দিতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

/আরএইচ

Exit mobile version