রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এরইমধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে তারা।
রোববার (৩১ আগস্ট) সকালে তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের কয়েকটি চেয়ার ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সাথে ধাক্কাধাক্কিও হয় বিক্ষোভকারীদের। স্লোগানে-স্লোগানে, নবীন শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবি তুলে ধরেন ছাত্রদল নেতাকর্মীরা।
তাদের দাবি, নবীন শিক্ষার্থীরা রাকসু ফি দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাই নির্বাচনে তাদের ভোটার না করার বিষয়টি অযৌক্তিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো রাকসুতেও নবীনদের ভোটার করার দাবি তাদের। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ।
এদিকে, রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষদিন আজ। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। বেশ কয়েকবার পরিবর্তনের পর আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন।
/এমএইচ

