জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু

|

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠেছে যুব উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ আসরের। শনিবার (৩০ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, তরুণদের বিশেষ উপস্থাপনা এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন। এদিন প্রথম খেলায় মুখোমুখি হয় মুন্সিগঞ্জ ও মাদারীপুর। এ টুর্নামেন্ট সারাদেশে তরুণদের ও ফুটবলের এক প্রাণবন্ত উদযাপনের সূচনা হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা যাচ্ছে।

টুর্নামেন্টে ৬৪টি জেলা দল ৮টি জোনে অংশ নেবে। টুর্নামেন্ট কাঠামোতে রয়েছে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিক বাছাইপর্ব, এরপর নকআউট রাউন্ড এবং শেষ পর্যন্ত নভেম্বরে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। দেশব্যাপী মোট ১১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি জেলা পর্যায়ের ফুটবলকে পুনরুজ্জীবিত করবে এবং নতুন প্রতিভা আবিষ্কারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ‘যুব উৎসব ২০২৫- একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার’, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য জাতীয় ঐক্য জোরদার করা, সহযোগিতার মনোভাব প্রচার করা এবং স্থানীয় নায়ক ও পরিবর্তনসাধকদের অবদানকে সামনে নিয়ে আসা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply