Site icon Jamuna Television

এশিয়া কাপের আগে বড় ভাইকে হারালেন রশিদ খান

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান। এরই মাঝে বড় দুঃসংবাদ পেয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তার বড় ভাই হাজি আব্দুল হালিম শিনওয়ারি মারা গেছেন।

এমন দুঃখের সময়ে সতীর্থ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদেরও পাশে পেয়েছেন আফগান অধিনায়ক। রশিদের ভাইয়ের মৃত্যুর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার।

ইব্রাহিম জাদরান লিখেছেন, ‘রশিদ খানের বড় ভাই হাজি আবদুল হালিমের মৃত্যুসংবাদে গভীরভাবে মর্মাহত। বড় ভাই পরিবারের কাছে পিতার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রশিদ খান ও তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

আসগর আফগান শোক প্রকাশ করে লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানতে পারলাম, রশিদ খানের বড় ভাই হাজি আবদুল হালিম শিনওয়ারি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধরার শক্তি দান করুন। 

এদিকে পরিবারের সদস্যের মৃত্যুতেও দল ছেড়ে ফেরেননি রশিদ। খেলাকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। এক ভিডিওতে দেখা যায়, হোটেলে রশিদের সঙ্গে দেখা করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রশিদকে জড়িয়ে ধরে কথা বলেছেন তারা।

এদিকে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ১৪৩ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রশিদ। সেই ম্যাচের পরই হোটেলে গিয়ে রশিদকে সান্ত্বনা দেন পাক ক্রিকেটাররা।

/এমএইচআর

Exit mobile version