Site icon Jamuna Television

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা গেছে, রোববার সকাল থেকে ক্যাম্পাসের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে শিক্ষার্থীরা দুই নম্বর গেটে জড়ো হন।

এ সময় এলাকাবাসীও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষে করে। এ সময় গুলিবর্ষণেরও ঘটনা ঘটে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংঘর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এর আগে, গতকাল শনিবার মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেই সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।

/আরএইচ

Exit mobile version