Site icon Jamuna Television

রংপুরে দাদন ব্যবসায়ীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীর যাবজ্জীবন

রংপুর ব্যুরো:

রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ী সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা এ আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর কাউনিয়া উপজেলার সারাই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়ার হাতে খুন হন দাদন ব্যবসায়ী সিরাজুল ইসলাম। সুদের টাকার ৭০ হাজার টাকা লেনদেন নিয়ে সিরাজুলকে ডেকে নিয়ে হত্যা করে রান্না ঘরের মাটির নিচে পুঁতে রাখার অভিযোগে সিরাজুলের স্ত্রী মবিনা বেগম বাদি হয়ে মামলা করেন কাউনিয়া থানায়। এ ঘটনায় পুলিশ ফরিদ ও তার স্ত্রী মিষ্টির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ৬ মাস ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় ফরিদের স্ত্রী মিস্টি বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করেছি। সে কারণে এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি। তাই আমরা উচ্চ আদালতে আপিল করব।

/এএইচএম

Exit mobile version