Site icon Jamuna Television

সাতক্ষীরা উপকূলে বেড়িবাঁধে বসানো পাইপ উচ্ছেদ

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (৩১ আগস্ট) সকাল থেকে ৫ নম্বর পোল্ডারের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উপকূল রক্ষা বেড়িবাঁধে নাইন্টি পাইপ দিয়ে চিংড়ি ঘেরে পানি উত্তোলন করে আসছিল ঘের মালিকরা। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় এবং হুমকির মুখে পড়ে। এজন্য বাঁধ রক্ষায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বাঁধে থাকা পাইপ উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করে।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, কোনো ঘের মালিককে বাঁধ ছিদ্র করে পাইপ বসাতে দেয়া হবে না। এই ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পরবর্তীতে যেন কেউ এমন কর্মকাণ্ডে লিপ্ত না হয় সেজন্য সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version