Site icon Jamuna Television

ভূমি অফিসে ঘুষ চাওয়ার অভিযোগ, ব্যাপক বাকবিতণ্ডা

বাউফল করেসপনডেন্ট:

জমির নাম জারি করার জন্য টাকা দাবি করার ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল ভূমি কার্যালয়ে ঘটেছে তুলকালাম কাণ্ড। আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সারে ৪টার দিকে উপজেলা ভূমি অফিসের কানুনগো’র কক্ষে ঘটনাটি ঘটে।

জানা যায়, দশমিনা উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিন (৪০) কালাইয়া ইউনিয়নে ১ মাস আগে জমি ক্রয় করেন। জমির নাম জারির আবেদন করার পর থেকে গত ১ মাসে তিনবার তিনি বাউফল উপজেলায় আসেন। ভারপ্রাপ্ত ভূমি কমিশনার ও কানুনগো’র কাছে একাধিকবার গেলেও তার কাজ হয়নি।

সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী গিয়াস উদ্দিন ঘুষ চাওয়া নিয়ে কানুনগো মিজানুর রহমানের সাথে বাকবিতণ্ডা করছেন।

ভুক্তভোগীর দাবি, ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও ইউএনও -কে টাকা দেয়া লাগবে বলে কানুনগো মিজানুর রহমান ঘুষ দাবি করেন। কিন্তু তিনি ঘুষ না দেয়ায় তার কাজ হচ্ছে না। সকাল ১০টা থেকে তিনি অপেক্ষা করছেন বলেও দাবি তার।

উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে যমুনা টেলিভিশনকে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি কোনো টাকা দাবি করিনি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

/এএইচএম

Exit mobile version