Site icon Jamuna Television

ডেভিড লুইজের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকি দেয়ার অভিযোগ

ব্রাজিলিয়ান ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রাজিলিয়ান এই ফুটবলার বর্তমানে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির হয়ে খেলেন।

ব্রাজিলের সংবাদ মাধ্যম জিওয়ান জানিয়েছে, ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে অভিযোগ আনা নারীর নাম ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা। তিনি একজন সমাজ কর্মী এবং তাঁর একটি ছেলে সন্তান আছে।

গত ২৫ আগস্ট লুইজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বারবারোসা। তিনি দাবি করেন, ডেভিড লুইজের সাথে তার বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে এবং ইনস্টাগ্রামে লুইজ তাকে গুমের হুমকি দিয়েছে।

এ বিষয়ে অভিযোগ করার পর আদালত অভিযোগকারী নারীর জন্য সুরক্ষার আদেশ দিয়েছেন, যাতে লুইজ তার আশপাশে না যেতে পারেন।

এ বিষয়ে সাবেক চেলসি ডিফেন্ডারের জনসংযোগ দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়, যেহেতু এটি একটি বিচারিক গোপনীয়তার অধীনে থাকা মামলা, তাই খেলোয়াড় প্রকাশ্য কোনো মন্তব্য করবেন না।

/এএম

Exit mobile version