Site icon Jamuna Television

জয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা: মমতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিশাল বিজয় পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দুপুর ১২টায় এক টুইটের মাধ্যমে মমতা শুভেচ্ছা বার্তা পাঠান।

টুইটে তিনি লিখেন, ‘বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা।’

এর আগে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড গড়ল আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী ৫ বছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো দল এর আগে এত বড় বিজয় পায়নি। বেসরকারি ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন, এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৮ আসন।

Exit mobile version