Site icon Jamuna Television

পুরান ঢাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪ জন

রাজধানীর পুরান ঢাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) শহীদ হাসান আলী লেনে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী আলাউদ্দিনের বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)। পরবর্তীতে তল্লাশির মাধ্যমে ১টি ৯ মি.মি. বেরেটা পিস্তল, ১টি ২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, ১ বক্স বোমা তৈরির স্প্লিন্টার উদ্ধার করা হয়।

এছাড়া ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার হয় অভিযানে। পরে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়। বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এমএমএইচ

Exit mobile version