Site icon Jamuna Television

শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তাই জয়ের মূল কারণ: আওয়ামী লীগ

শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তাই জয়ের মূল কারণ। সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙ্গে দিয়েছে জনগণ। আজ সোমবার দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

এসময় তিনি অবাধ-শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য ইসিসহ প্রিসাইডিং, রির্টানিং অফিসারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বলেন, বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক কমিটি ও কর্মীরা এসেছিলেন।

তিনি আরও বলেন, এরইমাঝে ওআইসিসহ সবাই জানিয়েছে শান্তিপূর্ণ হয়েছে একাদশ সংসদ নির্বাচন। তিনি জানান, নির্বাচনের ফলাফলই প্রমাণ করে ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জামায়াত-স্বাধীনতা বিরোধীদের হাত গুড়িয়ে দিয়েছে সাধারণ জনতা।

আবদুর রহমান আরও বলেন, এ পরিস্থিতিতে ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবি গণরায় বিরোধী। কারণ, ভোটের ফলাফলে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাই বিজয়োল্লাসের পরিবর্তে সব উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।

Exit mobile version