Site icon Jamuna Television

দুই হাজার ৪৯ ভোটকেন্দ্র সংস্কারে প্রয়োজন ১১০ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে দুই হাজার ৪৯টি ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্র সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজন ১১০ কোটি ২৭ লাখ টাকা।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে, নির্বাচন কমিশন (ইসি) থেকে ভোটকেন্দ্র সংস্কার করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়।

আলতাফ হোসেনের তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন এক হাজার ৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামতে খরচ হবে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া, ৫৫৯টি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা।

ইতোমধ্যে শিক্ষা সচিবকে এই অর্থ বরাদ্দ দেয়ার জন্য চিঠি পাঠিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। একইসঙ্গে ওই চিঠির অনুলিপি নির্বাচন কমিশনকেও দেয়া হয়েছে বলে জানা গেছে।

/এএম

Exit mobile version