Site icon Jamuna Television

ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারাল আরও ৭৮ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

গাজা সিটি দখলের পরিকল্পনার জেরে আরও জোরদার ইসরায়েলি বাহিনীর নারকীয়তা। গেলো ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফের অভিযানে প্রাণ হারিয়েছে আরও ৭৮ ফিলিস্তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবামাধ্যম আল জাজিরায় জানানো হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অন্তত ৩২ জন। যাদের বেশিরভাগই শিশু।

মূলত, গাজা সিটির আল-সাবরাসহ আশপাশের এলাকায় অভিযানের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ধ্বংস করা হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের রিপোর্ট অনুযায়ী, বোমার আঘাতে আগুন লেগে গেছে আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকার অস্থায়ী তাবুগুলোতে। প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন। গুরুতর আহত অন্তত ৩।

গাজা সিটি থেকে অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার টার্গেট চালানো হচ্ছে হামলা। এরই মধ্যে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ হাজার।

/এমএইচআর

Exit mobile version