
সাভার করেসপনডেন্ট:
চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান।
গ্রেফতার হলেন– আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার টিপু ওরফে হাতকাটা টিপু, মানিকগঞ্জ জেলার সদর থানার মাধবপুর এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন, একই জেলার শিবালয় থানার নিহালপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা মিয়া বাড়ি নিবাসী জামিল আহমেদের ছেলে মো. রহমতুল্লাহ শেখ।
জানা গেছে, আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমির হোসেন, নুর মোহাম্মদ ও রহমতুল্লাহ শেখকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যমতে টিপুকে আটক করে যৌথ বাহিনী।
‘হাতকাটা’ টিপু ঢাকা জেলা যুবদল সাধারণ সম্পাদক আইয়ুব খানের অনুসারী বলে জানা যায়।
যৌথ বাহিনী জানায়, টিপু বেশ কয়েকটি মামলার আসামি। আশুলিয়া বাইপাইল এলাকার প্রতিটি দোকান থেকে তার নেতৃত্বে নিয়মিত আদায় করা হতো চাঁদা। এর আগে, তার গ্রেফতারের দাবি তুলে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধনও করে স্থানীয়রা। পরে আটকদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আশুলিয়া থানার ওসি।
/এএস



Leave a reply