Site icon Jamuna Television

আর্সেনালকে হারিয়ে শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। দারুণ এক ফ্রি-কিকে ম্যাচে ব্যবধান গড়ে দেন ডমিনিক সোবোসলাই।

রোববার (৩১ আগস্ট) নিজেদের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথ্য দেয় লিভারপুল।

শুরুতেই ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট নিয়ে মাঠ ছাড়লে বিপাকে পড়ে আর্সেনাল। ম্যাচের ২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে মিকেল আর্তেতার দল। মাদুয়েকের শট ঝাপিয়ে পড়ে বিপদমুক্ত করেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। প্রথমার্ধের বাকি সময়ে তেমন সুযোগ তৈরি না হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতির পর অফসাইডে বাতিল হয় উগো একিতিকের করা গোল। তবে ৮৩তম মিনিটে ডেডলক ভাঙেন সোবোসলাই। দুরপাল্লার ফ্রি-কিক শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন তিনি।

টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অলরেডস। বিপরীতে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান আর্সেনালের।

/এমএইচআর

Exit mobile version