Site icon Jamuna Television

নিউক্যাসেল থেকে ১৬৯ মিলিয়ন ডলারে ইসাককে কিনছে লিভারপুল

ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেড থেকে ১৬৯ মিলিয়ন ডলারে (১২৫ মিলিয়ন পাউন্ড; আজকের রেট অনুযায়ী) আলেক্সান্ডার ইসাককে কিনছে লিভারপুল।

ইসাক আজ সোমবার (১ সেপ্টেম্বর) মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে পাস করার পরে ছয় বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

লিভারপুল ইতোমধ্যে জার্মানির আক্রমণাত্মক মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজকে ১০০ মিলিয়নের পাউন্ডে কিনে ক্লাব ট্রান্সফার রেকর্ড ভেঙেছে। ইসাকের আগমন সেই ব্যয়কেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ।

/এআই

Exit mobile version