
ইউএস ওপেনে একে একে চতুর্থ রাউন্ড পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তারকারা। সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্ট্রুফের বিপক্ষে জোকোভিচের জয় ৬-৩, ৬-৩, ৬-২ গেমে। এদিনই রজার ফেদেরারের বড় একটি রেকর্ড ভেঙেছেন অপ্রতিরোধ্য জোকোভিচ, পাশাপাশি নিজের রেকর্ডও নতুন করে লিখেছেন সার্বিয়ান মহাতারকা।
ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে ওঠার মাধ্যমে টেনিসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক বছরে চারটি গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী জোকোভিচ। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ৩৪ বছর বয়সে এই রেকর্ডটি গড়ে ছিলেন ফেদেরার।
এছাড়াও, প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে নবমবারের মতো বছরে চারটি গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠা এবং ৬৪তম বারের মতো গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্বও গড়লেন জোকোভিচ।
/এএম



Leave a reply