Site icon Jamuna Television

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপ ভ্যান আটক

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ করেছে পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে পিকআপ ভ্যান থেকে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বড় রাংটিয়া এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা মাদক নির্মূলে কাজ করে  যাচ্ছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। সেইসাথে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version