Site icon Jamuna Television

টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেটে ৪০ রান।

সিলেটে দলীয় ১৪ রানে ভাঙ্গে ডাচদের ওপেনিং জুটি। ৮ রান করে নাসুমের স্পিনে কাটা পড়েন ম্যাক্স ও’দাউদ। এরপর নিদামানুরুকেও খালি হাতে ফেরান এই বাঁহাতি স্পিনার। ডাচদের রান যখন ৩৭, তখন বিক্রমজিত সিংকে সাজঘরের পথ দেখান পেসার তাসকিন আহমেদ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে রাখা হয়েছে দলের বাইরে। তাদের পরিবর্তে নেয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল।

/এএম

Exit mobile version