Site icon Jamuna Television

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জেলা করেসপনডেন্ট, জামালপুর:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক রুমানা আক্তার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান।

তিনি জানান, ২০২৪ সালে রুমেল সরকার নামের এক ব্যক্তি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ডা. মুরাদ তারেক রহমান ও জিয়া পরিবারকে নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, যা সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মামলাটি তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত ডা. মুরাদের বিরুদ্ধে সমন জারি করেন। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

/এএইচএম

Exit mobile version