Site icon Jamuna Television

ফাইভ-জি চালু করলো রবি ও গ্রামীণফোন

দেশে প্রথম মোবাইল অপারেটর হিসেবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করেছে রবি আজিয়াটা লিমিটেড। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জির যাত্রা শুরু হলো।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ফাইভ-জি চালুর ঘোষণা দেয়।

ঘণ্টাখানেকের মধ্যে গ্রামীণফোনও তাদের ফাইভ–জি সেবা চালুর ঘোষণা দেয়। সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে জিপির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টে সিইও ইয়াসির আজমান এই ঘোষণা দেন।

যার মধ্য দিয়ে একইদিনে দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর এ সেবা চালু করলো।

এদিকে, রবির ফাইভ-জি সেবা চালু উপলক্ষ্যে রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযাগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার ফকিরাপুল, শাহবাগ, মগবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকাসহ ঢাকার বেশ কয়েকটি স্থানের গ্রাহকরা এখন থেকে ফাইভ-জি সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়া, চট্টগ্রামের খুলশী এবং সিলেটের সাগরদিঘীর পার এলাকায় ফাইভ-জি সক্রিয় আছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে ফাইভ-জি সাপোর্টেড ডিভাইসে এই সেবা পাওয়া যাবে।

স্মার্ট ডিভাইস আরও সাশ্রয়ী করার জন্য নির্মাণকারী ও অপারেটরদের যৌথ উদ্যোগ গ্রহণে এই অনুষ্ঠানে আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

/এমএন

Exit mobile version