Site icon Jamuna Television

নির্বাচন নিয়ে পানি ঘোলা করে লাভ হবে না: দুলু

রংপুর ব্যুরো:

নির্বাচন নিয়ে পানি ঘোলা করে লাভ হবে না, তারেক রহমান নির্দেশ দিলে ৫ মিনিটের মধ্যে টেকনাফে থেকে তেতুলিয়া পর্যন্ত পানি পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধায় রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পুড়ে পুড়ে খাটি সোনা হয়েছে। এই খাটি সোনা নিয়ে আগামী দিনে একটি সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।

পরে আসাদুল হাবিব দুলুসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি জীবনবীমা মোড়, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট মোড়, নগর ভবন, কাচারী বাজার হয়ে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নির্বাচন এবং ৩১ দফা সংবলিত প্ল্যাকার্ড বহন ও স্লোগান দেন দলীয় নেতাকর্মীরা।

/এএইচএম

Exit mobile version