Site icon Jamuna Television

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

ডা. জেড এম জাহিদ হোসেন ও কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

একইসঙ্গে আগামী নব্বই দিনের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল আয়োজনের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
সম্মেলন আয়োজনে প্রস্তুতি কমিটির আহ্বয়াক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে।

এছাড়া, ব্যারিস্টার কায়সার কামাল, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, ডা. জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক মোস্তাফিজ, জাকির হোসেন, রফিকুল ইসলাম ও মোকসেদুল মোমেনিন মিথুনকে সদস্য করা হয়েছে।

/এমএন

Exit mobile version