Site icon Jamuna Television

টানা ৩ দফায় স্বর্ণের দাম বৃদ্ধি, ভরি ছাড়াল এক লাখ ৭৫ হাজার

দেশের বাজারে আবারও স্বণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম নির্ধারণের কথা সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।

এর আগে, গত ২৭ আগস্ট ও ৩১ আগস্ট এই ধাতুর দাম বাড়ানো হয়।

/এমএন

Exit mobile version